
শনিবার নওগাঁ পৌরসভার ৫০ বছর পুর্তি উৎসব পালিত হবে । এ উপলক্ষে দিনব্যাপী বর্নাঢ্য কর্মসূচীর অয়োজন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেষ্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সুচনা। পরে পৌরসভা চত্বর থেকে বের করা হবে একটি বর্নাঢ়্য শোভাযাত্রা। বিকাল সাড়ে ৩টা থেকে জিলা স্কুল মাঠে আলোচনা সভা, স্মৃতিচারন, ক্রেষ্ট বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
উল্লেখ্য ১৯৬৩ সালে নওগাঁ পৌরসভা প্রতিষ্ঠিত। তৃতীয় শ্রেনী থেকে পর্যায়ক্রমে পৌরসভাটি প্রথম শ্রেনীতে উন্নীত হয়। এই পৌরসভার চেয়ারম্যান ও মেয়র হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে রয়েছেন প্রবীন রাজনীতিক এম এ রকিব, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী আব্দুল জলিল (দুই টার্ম), সাবেক সংসদ সদস্য এ কে এম মোরশেদ, আওয়ামী লীগের আখতার আহমেদ সিদ্দিকী (দুই টার্ম) এবং বিএনপি’র আবুল কাশেম আকন্দ। বর্তমানে মেয়রের দায়িত্বে রয়েছেন বিএনপি’র মোঃ নজমুল হক সনি। ৫০ বছর পুর্তিতে নওগাঁ পৌরসভাকে বর্নিল সাজে সাজানো হয়েছে। গুরুত্বপূর্ন মোড়ে নির্মান করা হয়েছে সুসজ্জিত তোরন। পৌরভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ন ভবনগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
সাকি/