তীব্র শীতের কারণে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ

  • Emad Buppy
  • December 27, 2013
  • Comments Off on তীব্র শীতের কারণে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ

Bhairab Picশীতের শুরুতেই ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ভৈরবের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। বিভিন্ন রোগ-বালাইয়ে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। বিশেষ করে ছোট্ট শিশুদের মাঝে ঠান্ডাজনিত ডায়রিয়া ও নিউমোনিয়া প্রকট আকার ধারণ করেছে।

পৌষের শুরুতেই প্রচণ্ড শীত যেন এবার ভৈরববাসীকে জানান দিচ্ছে আগামিতে বাড়বে এর আরও তীব্রতা। নিতান্ত পেটের দায়ে যেসব খেটে খাওয়া দিন-মজুর শ্রেণির লোকজন বাইরে বের হচ্ছেন, তারা হাড় কাঁপানো শীতের তীব্রতায় হচ্ছেন জবু-থবু। অপরদিকে লেপ-কাঁথা, কম্বল আর গরম কাপড় যাদের ভাগ্যে জুটে না, তারা সামান্য খড়-খুটায় আগুন জ্বেলে শীতের তীব্রতাকে মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছেন।

এদিকে প্রচন্ড শীতের কারণে শিশুদের ডায়রিয়া ও শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার প্রকোপ আশংকাজনক হারে বেড়েছে। ভৈরবের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ঘুরে দেখা যায়, সেখানকার শিশু ওয়ার্ডগুলিতে ওই রোগে আক্রান্ত শিশুদের ভীড়। হাসপাতালগুলির সূত্রে জানা যায়, প্রতিটি হাসপাতালে গড়ে ৮০/৯০টি শিশু প্রতিদিন ভর্তি হচ্ছে। যা বিগত যেকোনো বছরের তুলনায় বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দরিদ্র মানুষরা ভীড় করছেন ফুটপাতের পুরনো গরম কাপড়ের বিক্রেতাদের কাছে।

কেএফ/ এআর