চাকরি পাওয়ার দৌড়ে ভারতের প্রায় ৫০ শতাংশ স্নাতক ডিগ্রীধারী অযোগ্য

Aspiring-Mindsভারতের প্রায় ৫০ শতাংশ সদ্য পাশ করা স্নাতক ডিগ্রীধারী চাকরি পাওয়ার দৌড়ে অযোগ্য। ভুল পঠন অভ্যাস, ইংরেজি ভাষায় অদক্ষতা, কম্পিউটার সম্পর্কে অপ্রতুল জ্ঞানের কারণে এদের চাকরি অর্জনের কোন যোগ্যতাই নেই। তবে চাকরির যোগ্যতায় মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। অ্যাসপায়ারিং মাইন্ডসের নতুন এক সমীক্ষা থেকে এসব তথ্য জানা গেছে।

অ্যাসপায়ারিং মাইন্ডসের সমীক্ষানুযায়ী, ২০১৩ সালে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৪৭ শতাংশ ছাত্র-ছাত্রীই চাকরি পাওয়ার অযোগ্য। ইংরেজি ভাষা ও কম্পিউটারে পিছিয়ে থাকার জন্য এদেরকে কর্মক্ষেত্রে অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে।

সমীক্ষা থেকে আরও জানা গেছে, দেশের ছোট শহরের ছেলেমেয়েরা ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় সারির শহরের স্নাতকরা ইংরেজি ও কম্পিউটারে খুবই অযোগ্য। ২৫ শতাংশের বেশি ছাত্র-ছাত্রী কর্মক্ষেত্রের উপযোগী জ্ঞান নেই। তার উপর অধিকাংশ ছাত্রছাত্রী মুখস্থ বা পুঁথিগত বিদ্যার উপর সওয়ার হয়ে এই পর্যন্ত এসেছেন।