
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উভয় স্টক এক্সচেঞ্জে কমেছে সূচক ও লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৮২ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সুচকের ঊর্ধ্বমুখী ধারা লেনদেন শুরু হয়। বেলা ১১টা ২৫ মিনিটে ডিএসইএক্স সূচক ১০ পয়েন্টে বেড়ে ৪২২৮ পয়েন্টে দাঁড়ায়। যা ছিল দিনের সর্বোচ্চ সূচক। এরপরেই সূচক কমতে থাকে। এক পর্যায়ে সূচক নেতিবাচক ধারায় চলে যায়।
এদিন ডিএসইর ডিএসইএক্স সূচক ৪২০০ পয়েন্টে দাঁড়ায়। ডিএস ৩০ সূচক কমেছে ১১ পয়েন্ট। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার।
ডিএসইতে লেনদেন হয়েছে মোট ২৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৯ টির কমেছে ১৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির।
সিএসইতে লেনদেন হয়েছে ২০৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩৭ টির কমেছে ১৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির।
এমআরবি/