খালেদার আহ্বানে জনগণ সাড়া দেবে না: হাসিনা

hasina

hasinaঢাকা অভিযাত্রার আহ্বানে জনগণ  সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা ১২ টায়  ফরিদপুরের ভাঙ্গায় বালুর মাঠে প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন,  ২৯ ডিসেম্বর বেগম ঢাকা অভিযাত্রা বিরোধী দলীয় নেত্রী যে আহ্বান জানিয়েছে জনগণ তাতে সাড়া দেবে না। মানুষ হত্যার দায় বিরোধী দলীয় নেত্রীকে নিতে হবে। কারণ তারা আন্দোলনের নামে জঙ্গী তৎপরতা চালাচ্ছে। আমাদের আলোচনার আহ্বানে তারা সাড়া দেয়নি। মানবতা বিরোধী অপরাধীদের যেমন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, তেমনি মানুষ হত্যার দায়ে খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনা হবে হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, জাতির পিতার হত্যার বিচারের রায় আমরা কার্যকর করেছি। বিডিআর বিদ্রোহের রায়ও আমরা কার্যকর করেছি। আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি। আওয়ামী লীগ আবার নির্বাচিত হলে পদ্মা সেতু নির্মাণ করা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করবো। আমাদের সময়ে আমরা বিদ্যুৎ দশ হাজার মেগাওয়াটে উন্নীত করেছি। ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে। বাংলাদেশ সমৃদ্বির পথে এগিয়ে যাবে। আওয়ামী লীগ চায় এদেশের মানুষের উন্নয়ন ঘটুক। জনসভায় আগামি দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে নৌকা মার্কায় ভোট দিতে জনগণের কাছে অনুরোধ জানালেন তিনি।