
বৃহস্পতিবার দুপুরে শহরের জয়পুরহাট চুনাপাথর খনি ও সিমেন্ট প্রকল্প মাঠে ৪০ হাজার বোতল ফেনসিডিল ও নেশা জাতীয় সাড়ে ১১ হাজার অ্যাম্পুল ইনজেকশনসহ আনুমানিক ২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)।
আটক অন্যান্য মাদক দ্রব্যের মধ্যে ২৯ কেজি লুজ (বোতল বিহীন) ফেনসিডিল, ৯ লিটার মদ, ১১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ৪৭৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৩৫৪ গ্রাম হেরোইন রয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জয়পুরহাটের ৩বিজিবি অধিনায়ক লে.কর্নেল খসরু সাব্বির আলী, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর সাইফুল হক খান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন ।
উল্লেখ্য, গত ৬মাসে জয়পুরহাট জেলা সহ পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর ও নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে মাদক দ্রব্য গুলো আটক করা হয়।
সাকি/