চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংকের ৮০তম শাখা উদ্বোধন

Exim Pic-2চাঁপাইনবাবগঞ্জে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ৮০তম শাখা উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার প্রধান কার্যালয় থেকে প্রথমবারের মত ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখার উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে শাখা উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা মু. ফরীদ উদ্দীন আহমাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া ও খন্দকার রুমী এহসানুল হক এবং প্রধান কার্যালয়ের ঊধ্বর্তন নির্বাহীবৃন্দ এবং চাঁপাইনবাবগঞ্জ শাখায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, জেলা মিল মালিক ও আতব ধান চাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোজাম্মেল হকসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক চিত্র তুলে ধরে বলেন, এক্সিম ব্যাংক গ্রাহকবান্ধব ব্যাংক। গ্রাহকগণ সব সময় আমাদের কাছে অগ্রাধিকার পেয়ে থাকেন। তাই গ্রাহক চাহিদার পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে শাখা উদ্বোধন করছি। আমি আশা করি গ্রাহকগণ ব্যাংকের উন্নত সেবা গ্রহণ করবেন।