
কেক কাটা, র্যালী , শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে আরটিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী । ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে চট্টগ্রাম অফিস প্রাঙ্গনে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব মনজুর আলম । এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস। অনুষ্ঠানে আগত অতিথিরা আরটিভি বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠানমালার প্রশংসা করে বলেন বর্তমান সময়ের মত আরটিভি ভবিষ্যতে ও দর্শকদের চাহিদা বিবেচনা করে ভবিষ্যতেও তাদের অনুষ্ঠান এবং সংবাদ প্রচার করবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরটিভির চট্টগ্রাম অফিসে সাজানো হয়েছে বর্ণিল সাজে। দুপুরে আরটিভির দর্শক ফোরামসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।