
আশুলিয়ার ইউনিক এলাকায় জাপান বাংলা নামে এক তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয় । দমকল বাহিনীর কর্মীরা আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল ১০ টায় কারখানার আগুন নিয়ন্ত্রনে আনে।
সূত্র জানায়, কারখানার ছয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খুব দ্রুত কারখানার বাকি অংশে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। আড়াই ঘণ্টা চেষ্টার আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে দমকল বাহিনী।
কারখানায় আগুন লাগার পরেই এলাকার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা যোগ দেয়।