আজ সারাদেশে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ

18party

18partyআজ সারাদেশে ১৮ দলের জেলা, উপজেলা, থানা এবং মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ। গতকাল বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধে আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া তাণ্ডবে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী  বিক্ষোভ সমাবেশ করা হবে।

এই বিক্ষোভ সমাবেশ সফল করতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন এবং ১৮ দলীয় জোটের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।