হিলি সীমান্তে ৩ বাংলাদেশি আটক

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৩) সদস্যরা। মঙ্গলবার সকাল ১১টায় সীমান্তের বালুরচড় এলাকা থেকে হিলি চেকপোস্ট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, বগুড়া জেলার কাহালু উপজেলার তালিশকুড়ি গ্রামের আ. ছালামের ছেলে ওমর ফারুক (২৬), পাবনা জেলার চাটমোহর উপজেলার সমাজ গ্রামের জয়দেব হালদারের ছেলে শ্রী জয়ন্ত হালদাড় (৩৫) এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার রাংগামাটি গ্রামের মৃত পরেশচন্দ্রের ছেলে শ্রী উত্তম চন্দ্র (৩০)।

বিজিবি-৩ হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আতাহার আলী জানান, সকালে একদল বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে গোয়েন্দা সুত্রে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে বলে তিনি জানান।

এআরThakurgao-Simanto