সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন

bnp_flag

ছবি: বিএনপি পতাকাআগামি ২৯ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ ও মাইক ব্যবহারের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ  কমিশনারের কাছে আবেদন করেছে বিএনপি।

রোববার সকাল সাড়ে ১০টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান  প্রতিনিধি দল।

আবেদন জমা দেয়ার পর জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, আমরা সমাবেশের অনুমতি চেয়ে ও বেগম খালেদা জিয়ার নিরাপত্তা চেয়ে আবেদন করেছি।

সমাবেশ করতে না দেওয়া হলে কী করবে বিএনপি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা পরে দেখা যাবে।

বিরোধীদলের চিফ হুইপ জয়নুল আবেদিনের নেতৃত্ব প্রতিনিধি দলের মধ্যে রয়েছে বিএনপির উপ দপ্তর সম্পাদক শামিমুর রহমান শাহিন ও  এবিএম আশরাফ উদ্দিন নিজাম।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার সারাদেশ থেকে দলমত, শ্রেণী পেশা, ধর্ম বর্ণ নির্বিশেষে সহ সকল সক্ষম নাগরিকদের ঢাকা অভিমুখে অভিযাত্রা করার আহ্বান জানান।