
দেশি-বিদেশি শ্রমিকদের কাজের পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার।এর অংশ হিসেবে শ্রমিকদের কাছ থেকে বিদ্যমান পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।খবর আরব নিউজের।
আরব নিউজ জানিয়েছে, প্রশ্নগুচ্ছের মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সৌদি ও অভিবাসী শ্রমিকদের কাজের পরিবেশ,কাজের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
শ্রমমন্ত্রী আদেল ফকীহর উপদেষ্টা আতিক আল ঘামতি জানিয়েছেন,এই প্রশ্নপত্রের উদ্দেশ্য হচ্ছে কাজের ক্ষেত্রে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরা।
তিনি আরও জানান,এই তথ্যপত্রে নারী, অভিবাসী শ্রমিকসহ সব ধরণের শ্রমিক অন্তর্ভূক্ত থাকবে।শ্রমিকদের কাজ সংক্রান্ত বিষয়গুলোর মুলপয়েন্টগুলো তুলে আনবে এই প্রশ্নপত্র।
ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে সৌদির বিভিন্ন অঞ্চলের ৭ হাজারেরও বেশি কোম্পানিতে এই প্রশ্নপত্রের লিংক পাঠানো হয়েছে। শ্রমিকদের চাহিদা অনুযায়ী শ্রম মন্ত্রণালয়কে সাহায্য করতে লিংক অনুযায়ী প্রশ্নপত্রে উল্লিখিত সব ধরণের প্রশ্নের উত্তর দিতে অনুরোধ করেছেন তিনি।