
রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবানে শান্তির স্বপক্ষে রংপুরে সাদা পতাকা হাতে গণমিছিল করেছে রংপুরবাসী।
বুধবার দুপুর বারোটায় মহানগরীর পাবলিক লাইব্রেরী প্রজন্ম চত্ত্বর থেকে জাগো রংপুর আন্দোলনের আহবায়ক মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর নেতৃত্বে গণমিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিলের পূর্বে জাগো রংপুরের সদস্য সচিব ডা. সৈয়দ মামুনুর রহমান মামুন একটি ঘোষণাপত্র পাঠ করেন। এসময় ঘোষণাপত্রের মাধ্যমে রাজনৈতিক আন্দোলনের নামে দেশব্যাপী সহিংসতা, সন্ত্রাস, যানবাহনে আগুন, বোমা ককটেল বিস্ফোরণ, জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা, ব্যবসা, কর্ম ও শিক্ষাজীবন ব্যহত করাসহ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রতিরোধে সকল দলের, পেশা শ্রেণীর, গোষ্ঠীর, সম্প্রদায়ের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
সাকি/