বড়দিনের কেক কাটার পর সবার অনুরোধে গান গাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গানটি হলো ‘ধন-ধান্য-পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’। সেই সাথে অন্যান্যরাও তার সাথে সুর মেলান।
বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে গণভবন যান খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্টান সম্প্রদায়কে বড় দিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা এনেছি। স্বাধীনভাবে সবাই ধর্ম পালন করবেন। ধর্ম যার যার উৎসব সবার বলেও মনে করেন তিনি।