
চলতি বছরের প্রথম দিকে প্রথম দফা অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয় ফ্রান্স। এই অবস্থা সামলে উঠার আগেই আবারও বছরের শেষ দিকে নিম্ন প্রবৃদ্ধির কারণে দ্বিতীয় দফা মন্দায় পড়ে দেশের অর্থনীতি। একই বছরে দ্বিতীয় দফা মন্দার ঘটনাকে অর্থনীতির পরিভাষায় ডাবল-ডিপ মন্দা বলা হয়। ডাবল ডিপ মন্দার পদধ্বনি প্রধানমন্ত্রী ফ্রাসোঁয়া ওলাদসহ ক্ষমাতাসীনদের গভীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। চারদিক থেকেই ছুটে আসতে থাকে সমালোচনার তীর। এই যখন অবস্থা তখন দেশটির জাতীয় গবেষণা প্রতিষ্ঠান আইএনএসএসই ক্ষমতাসীন সরকারকে আশার বানী শোনালো গতকাল। ডাবল-ডিপ মন্দা বেশিদিন স্থায়ী হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।
আইএনএসএসই দেশটির উৎপাদন এবং দাপ্তরিক পরিসংখ্যান সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা এবং প্রকাশনা করে থাকে। এর পুরো নাম ন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্যাটিস্টিক্স এন্ড ইকোনমিক স্টাডিজ।
প্রতিষ্টানটি জানায়, বছরের শেষ ৩ মাসের মধ্যে দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে দেশটি এই মন্দা এড়াতে সক্ষম হবে।
জুলাই-সেপ্টম্বর মাসে দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির কারণে আশংকা করা হচ্ছিল যে ফ্রান্স ডাবল-ডিপ মন্দার মুখোমুখি হতে পারে।
উল্লেখ্য, ২০০৯ সালের পর ফ্রান্স চলতি বছর আবার অর্থনৈতিক দুরাবস্থার মধ্যে পড়ে। সরকারের পক্ষ থেকে ২০১৪ সালে দশমিক ৯ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির ঘোষণা দেয়া হয়েছে যা পূর্ববর্তী ঘোষণার চেয়ে ১.২ শতাংশ কম।