আবার বিয়ে করলেন হুমায়ূন কন্যা

shilaমনে আছে ‘আগুনের পরশমনি’ সিনেমার সেই ডিমের খোলসে ছবি আঁকার বাতিকগ্রস্ত ছোট্ট মেয়েটির কথা ? কিংবা ‘আজ রবিবার’ নাটকের সেই কংকা ভাইয়ার কথা ?

সেই ছোট্ট মেয়েটি  দ্বিতীয় বারের মতো বিয়ে করেছেন। কয়েক দিন ধরে এমন গুজব শোনা গেলেও কেউই নিশ্চিত ছিল না। তবে বুধবার বিষয়টি আর চাপা থাকেনি। সেই ছোট্ট অথচ বড় হয়ে যাওয়া হুমায়ূন আহমেদের মেয়ে শীলা আহমেদকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল।

 

মেয়েটি এতো দিনে আর ছোট্টটি নেই। আসিফের আগেই তিনি আরেকটি বিয়ে করেছিলেন। সেই ঘরে তার দুটো সন্তানও রয়েছে।

আসিফও আগে বিয়ে করেছিলেন। তবে প্রায় এক দশক আগে  তারা দুই জন বিয়ে করেছেন বলে গুজব উঠেছিল। তবে সে সময় তা আর বিয়ে পর্যন্ত গড়ায়নি।

দুই মাস আগে তাঁদের বিয়ের কাজটি সম্পন্ন হলেও এত দিন বিষয়টি অনেকটা অজানাই ছিল। আসিফ-শীলা দুজনের ফেসবুক অ্যাকাউন্টে একান্ত মুহূর্তের ছবি প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে।