সিরাজগঞ্জে পুলিশের গুলিতে সন্দেহভাজন ডাকাত নিহত

Sirajganj_District

সিরাজগঞ্জ ম্যাপসিরাজগঞ্জের বানিয়াগাতী এলাকায় পুলিশের গুলিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, রাত দেড়টার দিকে আট থেকে ১০ জনের একটি দল গভীর রাতে মহাসড়কে কয়েকটি যানবাহন আটকিয়ে ডাকাতির চেস্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এসময় গুলিবিদ্ধ হয়ে দুই জন নিহত হয়।

নিহতরা হলেন, নিহতরা হলেন – কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বানিয়াগাতী গ্রামের আল মাহমুদ (২৯) ও মনসুর (৩২)।

লাশ দুটি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।