
বিশ্বের সবচেয়ে কার্যকর এবং জনপ্রিয় মারণাস্ত্র একে-৪৭ এর উদ্ভাবক মিখাইল কালাশনিকভ মারা গেছেন। রাশিয়ার উরাল পর্বত অঞ্চলের ইঝেভস্ক শহরের একটি হাসপাতালে ৯৪ বছর বয়সে তিনি মারা যান। খবর ডেইলি মেইলের।
সাইবেরিয়ার এক গ্রামে ১৯১৯ সালে জন্মেছিলেন কালাশনিকভ। তিনি দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। গত ১৭ই নভেম্বরে হতে তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
পেশায় কৃষিজীবি এই উদ্ভাবক মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডিও পেরোতে পারেন নি। ২য় বিশ্বযুদ্ধের সময় কাঁধে গুলি লাগার পর ১৯৪৭ সালে সোভিয়েত সেনাদের সুবিধার্তে কালাশনিকভ অটোমেটিক (একে-৪৭) উদ্ভাবন করেন।
এই রাইফেলের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান হিরো অব রাশিয়া লাভ করলেও আবিস্কারক হিসাবে তার নাম কখনোই নিবন্ধিত করা হয় নি। পরবর্তীতে হালকা এবং সহজলভ্যতার কারণে পৃথিবী জুড়ে সামরিক বাহিনী এবং জঙ্গী সংগঠনগুলোর মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এই রাইফেল।
বর্তমানে পৃথিবীর প্রতি ৭০ জনের মধ্যে একজনের একটি করে একে-৪৭ রাইফেল রয়েছে।