
উত্তর কোরিয়ার শীর্ষ স্থানীয় নেতা জ্যাং সং থায়েক এর মৃত্যুদণ্ড হয় ব্যবসায়িক কারণে ! দেশটির কয়লা, ঝিনুক এবং কাঁকড়ার রপ্তানি বিরোধের জের ধরে তাকে এই দন্ডে দণ্ডিত করা করা হয়। খবর নিউ ইয়র্ক টাইমসের।
উত্তর কোরিয়ার অন্যতম প্রধান রপ্তানিপণ্য কাঁকড়া এবং ঝিনুক সমৃদ্ধ অঞ্চলের আধিপত্য নিয়ে থায়েকের অনুগত বাহিনীর সাথে দেশটির সামরিক বাহিনীর সংঘর্ষ বাধে। সামরিক বাহিনীর প্রধান এবং দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন তার ফুফাকে থায়েককে দখল ফিরিয়ে দিতে বললে তিনি অস্বীকৃতি জানান।
পরবর্তীতে সেনাবাহিনী দখল ফিরিয়ে নিলে থায়েককে গ্রেপ্তার করে বিচার এর মুখোমুখি করা হয়। ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এনে তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয় এবং ১২ই ডিসেম্বর এই রায় কার্যকর করা হয়।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ায় সমাজতান্ত্রিক পদ্ধতিতে শাসন চলে আসছে। ২০১১ সালে দেশটির জনপ্রিয় নেতা কিম জং ইলের মৃত্যুর পর তার ছেলে কিম জং উন ক্ষমতায় অধিষ্ঠিত হন।