
বিএনপি-জামায়াতের অবরোধের নামে নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রাম আওয়ামী লীগ ও অঙ্গসংঠন সমূহ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে সাংসদ মোঃ জাফর আলীর নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পরে শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জুমন্ডল, পিপি আব্রাহাম লিংকন, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল প্রমূখ।
বক্তরা বিএনপি-জামায়াতের দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহবান জানান।
সাকি/