বাণিজ্য মেলায় পাকিস্তানকে স্টল বরাদ্দ না দেওয়ার দাবি

বাণিজ্য মেলা

বাণিজ্য মেলাআসন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাকিস্তানকে স্টল বরাদ্দ না দেওয়ার দাবি জানিয়ে রপ্তানী উন্নয়ন ব্যুরোর কাছে স্মারকলিপি দিয়েছে গণজাগরন মঞ্চ।

মঙ্গলবার দুপরে গণজাগরন মঞ্চের মুখপ্রাত্র ইমরান এইচ সরকার রপ্তানী উন্নয়ন ব্যুরোর পলিসি ডিপার্মেন্ট ভাইস চেয়ারম্যান শুভাসিস বসুর কাছে স্মারকলিপি প্রদান করে।

পরে ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, বাণিজ্য মেলায় মেলায় পাকিস্তানকে স্টল বরাদ্দ না দেওয়ার দাবি জানিয়েছি।

উল্লেখ্য, মানবতা বিরোধী মামলায় কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের পার্লামেন্টে শোক প্রস্তাব গ্রহণ করা।এ ঘটনার পর দেশ বিদেশে  ব্যাপক সমালোচনার ঝড় উঠে। গণজাগরণ মঞ্চ পাকিস্তানের সাথে কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নের দাবি করে।  সেই সাথে পাকিস্তানি পণ্য বর্জনেরও আহ্বান জানান।