বছরের প্রথম দিনেই আনন্দে মেতে উঠবে রাজশাহীর শিক্ষার্থীরা

  • Emad Buppy
  • December 24, 2013
  • Comments Off on বছরের প্রথম দিনেই আনন্দে মেতে উঠবে রাজশাহীর শিক্ষার্থীরা

natun-boiনতুন বছরের শুরুর দিনেই রাজশাহী নগরীসহ জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠবে। সবার হাতে থাকবে বিনামূল্যের নতুন পাঠ্যবই।

মহানগরীসহ রাজশাহীর ৯টি উপজেলায় মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) দাখিল, এবতেদায়ী, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং প্রাথমিক পর্যায়ের বই পাওয়া যাবে। ইতোমধ্যে বেশির ভাগ বিদ্যালয়ে নতুন বই পৌঁছে গেছে বলেও জানা গেছে।

জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জাতীয় শিক্ষাকার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর নতুন কারিকুলামে ২০১৪ শিক্ষাবর্ষের নতুন বই মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

এবার জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট পাঠ্যবইয়ের চাহিদা রয়েছে ৩০ লাখ ৭ হাজার ৫০১ কপি। ইতোমধ্যেই পাঠ্যবই বিদ্যালয়গুলোতে পৌঁছে গেছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাফিসা বেগম।

এরই মধ্যে মাধ্যমিকের সব বই রাজশাহীতে এসে পৌঁছেছে। এবার রাজশাহী জেলায় মাধ্যমিকের চাহিদা ২৪ লাখ ৪৫ হাজার ১৩৩ কপির, দাখিলে ২ লাখ ৪৯ হাজার ২০৩ কপি, এবতেদায়ীতে ১ লাখ ৭৬ হাজার ৬৭৫ কপি এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৪৯০ কপি। ইতোমধ্যেই এ পুস্তকের বেশিরভাগ অংশ পৌঁছে গেছে বিদ্যালয়গুলোতে। ইতোমধ্যেই অনেক স্কুলে বই সরবরাহ শুরু হয়ে গেছে।

রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জানান, নতুন বই ইতোমধ্যেই বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই দেওয়া হবে। এছাড়াও এবতেদায়ী, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে পাঠ্যবই বিদ্যালয়গুলোতে এসে পৌঁছেছে।

মাধ্যমিকের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও নতুন পাঠ্যবই ইতোমধ্যেই পৌঁছে গেছে। রাজশাহী বোয়ালিয়া থানার প্রাথমিক শিক্ষা অফিসার শিখা রানী জানান, বই অনেক আগেই থানা ও উপজেলাগুলোতে চলে এসেছে। বিদ্যালয়গুলোতে বিতরণের কাজ শুরু হয়েছে। আগামি কয়েক দিনের মধ্যেই তা সম্পন্ন হবে।

কেএফ/এআর