নির্বাচনী মালামাল পাঠানো শুরুঃ ইসি

EC

ECআসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী মালামাল পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এসব মালামাল বিভিন্ন জেলার রিটার্নীং অফিসে পাঠানো হচ্ছে।

মঙ্গলবার থেকে নির্বাচন কমিশন যৌথবাহিনীর সহযোগিতায় দেশের জেলা অফিসগুলোতে এ সব মালামাল পাঠানো শুরু করেছে।

নির্বাচন কমিশনের (ইসি) সহকারি সচিব মো আশফাকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, সরকারি গুদাম এবং নির্বাচন কমিশনের গুদামে সংরক্ষিত মালামাল মঙ্গলবার থেকে পাঠানো শুরু হয়েছে। র‍্যাব-বিজিবির তদারকিতে নির্বাচনী আসনে এসব মালামাল পাঠানো শুরু হয়।

কবির/