পুজিঁবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ উন্নীত করেছে। ৩০ জুন ২০১৩ সমাপ্ত বছরের লভ্যাংশ শেয়ারহোল্ডাদের মধ্যে বিতরন করায় ডিএসই ‘এ’ কোম্পানিকে এ ক্যাটাগরিতে উন্নীত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
আগামি ২৬ ডিসেম্বর থেকে এই কোম্পানির লেনদেন এ ক্যাটাগরিতে হবে।
জানা যায়, কোম্পানিটি ২০১৩ সালের জন্য ঘোষিত ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ২৪ ডিসেম্বর শেয়ারহোল্ডারদের বেনিফিসিয়ারি ওনার্স বা বিও হিসাবে পাঠিয়ে দিয়েছে।
উল্লেখ, ২০১৩ সালেই কোম্পানিটি পুজিঁবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ১৮ দশমিক ৮৭।
এমআরবি/