আদালতের কক্ষে বোমা বিস্ফোরণ

সিএএম আদালত

CMM_Courtবিরোধী দলের ডাকা টানা ৮৩ ঘন্টার অবরোধের শেষ দিন মঙ্গলবার আদালত কক্ষে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঢাকার জেলা প্রশাসন ভবনের নিচতলায় এক নির্বাহী হাকিমের আদালত কক্ষে হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের কারণে আবুল কাসেম নামে এক আদালতের কর্মচারী আহত হয়েছেন। তাকে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বেলা ১২টা ৫ মিনিটে ভবনের নিচতলায় ১০৮ নম্বর কক্ষে বোমাগুলো নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ওই ভবনের দ্বিতীয় তলায় ঢাকার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় অবস্থিত।

কোতোয়ালি থানার ওসি শাহ আলম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে এক আইনজীবীর সহকারীকে আটক করা হয়েছে। বিস্ফোরণের সময় হাকিম এজলাসে না থাকলেও আদালতের কর্মচারী ও বিচার প্রার্থীরা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণে আদালত কক্ষের দরজা পুড়ে যাওয়ার পাশাপাশি জানালার কাচও ভেঙে গেছে। বিস্ফোরণের কারণে মুহূর্তের মধ্যেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কেএফ