
হেফাজতে ইসলামের সমাবেশ স্থগিত করার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। সোমবার বেলা ১২ টা ৪০ মিনিটে এক সংবাদ বিবৃতিতে এ কথা জানায় সংগঠনটি।
বিবৃতিতে জানানো হয়, সরকারের বাধার কারণ দেখিয়ে মতিঝিলের শাপলা চত্বরে আগামিকালের সমাবেশ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার শাপলা চত্বরে সমাবেশ করেত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিকট অনুমতি চেয়ে অনুমতি না পাওয়ার পরও ভেতরে ভেতরে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল হেফাজতে ইসলাম।
এ প্রসঙ্গে সংগঠনটির বর্তমান অবস্থান ও কর্মসূচি জানাতে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদরাসায় সোমবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ বিবৃতি দেয় হেফাজতে ইসলাম।
এর আগে অনুমতি বিহীন সমাবেশ করতে হেফাজতের আমির মাওলানা আহমেদ শফী ঢাকায় আসতে চাইলেও তাকে ঢাকা আসতে দেয়নি পুলিশ। সোমবার ১১ টার দিকে হেফাজতের আমির চট্টগ্রাম থেকে ঢাকা আসার জন্য বের হলে পুলিশ তাকে ফিরিয়ে দেয়।
এমআর/