
দেশ রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্র যখন সন্ত্রাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তখন জনগণের দাঁড়াবার জায়গা কোথায়?
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পঞ্চম দফা অবরোধের তৃতীয় দিন সোমবারের সার্বিক চিত্র তুলে ধরে তিনি বলেন, যে আইনশৃংখলা বাহিনী দ্বারা জনগণের সুরক্ষিত থাকার কথা সেই আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারাই এখন জনগণ সবচেয়ে বেশি নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে।
সরকার নির্বাচনের নামে নাটক করছে দাবি করে তিনি বলেন, সরকারের নাটকের কারণে জনগণ ভোটের অধিকার হারাচ্ছে। সরকার সংবিধান রক্ষার নামে রাষ্ট্রের মালিক জনগণের ওপর যে জুলুম-নির্যাতন চালাচ্ছে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জনগণকে তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে।
এমআর/