
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বায়া বাজারে একটি মার্কেটে আগুন লেগেছে। এসময় ওই মার্কেটের ৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ। রোববার রাত ১টার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বায়া বাজারের খালেক মার্কেটের উজ্জল লন্ড্রি নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন বুঝতে পারে। এসময় লোকজন আগুন নেভাতে চেষ্টা করে। পরে দমকল বিভাগকে খবর দিলে দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ওই মার্কেটের আবদুল আলমের ফলের দোকান, অনুকুল চন্দ্রের লন্ড্রির দোকান, রেজাউল করিমের কাপড়ের দোকন ও খালেকের সারের দোকান সর্ম্পূন ভস্মীভূত হয়।
রাজশাহী দমকল বিভাগের স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।