
ঢাকায় হেফাজতে ইসলামকে সমাবেশ করতে না দেয়ায় ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতের নেতাকর্মীরা। আজ সোমবার বিকালে শহরের কান্দিপাড়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় তোফায়েল আজম মনুমেন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জিয়াউদ্দিন জিয়া, মুফতি এনামূল হাসান, মাওলানা আবু বক্কর, মাওলানা হোসাইন, মাওলানা আলাউদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন হেফাজতের কেন্দ্রীয় নেতাদের অবিলম্বে মুক্তি, হেফাজত ইসলাম নিয়ে মন্ত্রী-এমপিদের কুটক্তি বন্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে ব্রাহ্মণবাড়িয়া সহ সারাদেশে হরতাল অবরোধ সহ দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সাকি/