
বিশ্বশক্তির সাথে ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক আলোচনা অগ্রগতি ধীর গতিতে হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ । ইতালির পররাষ্ট্রমন্ত্রী এমা বোনিনোর ইরান সফরকালে এক যৌথ সংবাদ সম্মেলনে জারিফ এ কথা বলেন। খবর বিবিসির।
বোনিনো জানান, ইরানের পরমানু কর্মসূচি আলোচনায় অগ্রগতি হচ্ছিল তবে তা ছিল বেশ কঠিন। তিনি আরো বলেন, দুই পক্ষেই এক্ষেত্রে খুবই সতর্ক। এই অবস্থা তৈরি হয়েছে অনেক বছরের অবিশ্বাস থেকে।
এদিকে রবিবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সাথে কথা বলে ক্রিসমাস পর্যন্ত এই আলোচনা স্থগিত রাখায় রাজি হয়েছেন জারিফ। আলোচনার ক্ষেত্রে সব পক্ষকেই উত্তেজিত না হওয়ার জন্য অনুরোধও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত মাসে জেনেভা সম্মেলনে বিশ্বের শক্তিশালী ছয় রাষ্ট্রের সাথে(ব্রিটেন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং জার্মানি) পরমাণু কর্মসূচী হ্রাসের ব্যাপারে আলোচনায় বসে ইরান। তবে এই আলোচনায় কোনো পক্ষই সিদ্ধান্তে আসতে পারেনি।