ফরিদপুর চরাঞ্চলের শিশুদের শিক্ষার আলোদিতে আন-নুর একাডেমীর যাত্রা

education৭০ ভাগ এলাকা চরাঞ্চল ফরিদপুর সদরের নর্থচ্যানেল ইউনিয়নে বসবাসকারী শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত হলো আন-নুর একাডেমী স্কুল।

দীর্ঘ দিন যাবত এলাকার মানুষের দ্বারপ্রান্তে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া এলাকার পল্লী চিকিৎসক আঃ ছামাদের ঐকান্তিক প্রচেষ্টায় ইউনিয়নের মাইজা মেয়ারডাঙ্গী তার নিজ বাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।

এ প্রসঙ্গে ডা. আঃ ছামাদ জানান, আমাদের এলাকা দরিদ্র ও অবহেলিত। শিক্ষা ছাড়া মানুষ উন্নতি করতে পারেনা সে জন্য এলাকার প্রতিটি ছেলে মেয়েকে শিক্ষিত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আন-নুর নামে শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা।

সাকি/