ঝিনাইদহে বিএনপি জামায়াতের ডাকা টানা ৮৩ ঘন্টার অবরোধের সোমবার তৃতীয় দিন চলছে। সকাল থেকেই অবরোধের সমর্থনে মিছিল বের করে অবরোধকারীরা। মিছিলের এক পর্যায়ে অবরোধকারীরা ঝিনাইদহের শৈলকুপায় ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, সকাল ৮টার দিকে শহরের কবিরপুরে অবরোধকারীদের ইটের আঘাতে তাদের পাঁচ সদস্য আহত হয়েছেন । আহত পাঁচ কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশের কাঁদানে গ্যাস ও শটগানের গুলিতে অন্তত ১০ কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অবরোধের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি কবিরপুর মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাঁধা দেয়। অবরোধকারীরা এসময় পুলিশের দিকে ইট ছুড়তে ছুড়তে এগোনোর চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অবরোধকারীরা অগ্রণী ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের শাখা এবং কয়েকটি দোকানের কাচ ভাংচুরও করে বলে জানান ওসি।