
বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে ৮ কোটি টাকা মূল্যের চিনি বোঝাই ‘খাজা ইউনুস আলী-১’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
বৃহস্পতিবার বিকেলে মেঘনা গ্রুপের একটি কারখানায় যাবার পথে ‘বিএনএস-১’ জাহাজের ধাক্কায় আংশিক ফেটে যায় ১৭৫০ মেট্রিক টন অপরিশোধিত চিনিবাহী এ জাহাজটি। শুক্রবার সন্ধ্যার দিকে জাহাজটি পুরোপুরি ডুবে যায়। তবে জাহাজে থাকা নাবিক ও ক্রেবিন ক্রু নিরাপদে আছে বলে জানা গেছে।
মেঘনা গ্রুপের মহাব্যবস্থাপক কাজী নাজমুল হুদা অর্থসূচককে জানান, ব্রাজিল থেকে এমভি কিং ফ্রাজার নামে একটি বড় জাহাজে করে ৫০ হাজার ৩১১ মেট্রিক টন অপরিশোধিত চিনি আমদানি করা হয়। চট্টগ্রাম বন্দরের বহি:নোঙ্গর কুতুবদিয়া নোঙ্গর করে সেখান থেকে লাইটার জাহাজ করে মেঘনা গ্রুপের একটি কারখানায় আনা হচ্ছিল। এ সময় অপর একটি জাহাজের ধাক্কায় এটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে । শুক্রবার সন্ধ্যার দিকে জাহাজটি পুরোপুরি ডুবে যায়। এতে ৮ কোটি টাকার চিনি ছিল। আমদানি করা অপরিশোধিত চিনি পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি।
জাহাজটি উদ্ধারের জন্য একটি প্রতিষ্ঠান কাজ করছে বলে জানান তিনি।
এআর