

রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এক সাক্ষাতের পরে তিনি সাংবাদিকেদর এ কথা জানান।
তিনি বলেন, ‘চলমান রাজনৈতিক অবস্থায় বাংলদেশের অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে।’
এ অবস্থায় দেশের প্রধান দুই দলের একটা সমঝোতায় আসতে না পারাটাকে তিনি হতাশা ব্যঞ্জক বলেও মন্তব্য করেন। সেই সাথে তিনি গভীর উদ্বেগও প্রকাশ করেন।