
নরসিংদী সদর উপজেলার রাজাদী এলাকা থেকে মিলন মিয়া ওরফে মিলি (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
এলাকাবাসী রোববার সকালে চিনিশপুর ইউনিয়নের রাজাদী এলাকায় রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় । পুলিশ ঘটনাস্থল থেকে মিলনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের পরিবারের লোকজন জানায়, গতকাল মিলিকে তার কতিপয় বন্ধুরা বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। পরে রাতে সে আর ফিরে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ সনাক্ত করে তার মা।
পুলিশ জানিয়েছে, নিহত মিলন মিয়া হত্যাসহ একাধিক মামলার আসামী।