তাজরিন ফ্যাশনের আগুনের ঘটনায় গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে সিআইডি পুলিশ। অভিযুক্তদের মধ্যে দেলোয়ারের স্ত্রী মাহমুদা আক্তারের নামও রয়েছে।
রোববার সকালে চিফ জুডিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সিআইডি পুলিশের পরিদর্শক মহসিনুজ্জামান এ অভিযোগপত্র দাখিল করে।
২০১২ সালের ২৪ নভেম্বর সাভারে অবস্থিত গার্মেন্টস তাজরিন ফ্যাশনে ভয়াবহ আগুনে ১১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
তাজরীনের ঘটনাকে কেন্দ্র করেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে নেতিবাচক প্রচারণা শুরু হয়। আর এটি নতুন গতি পায় চলতি বছরের এপ্রিলে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর পর।