আবার একসাথে হৃতিক-সুজানা!

wpid-hrithik-sussanne-630x368-620x368আবার একসাথে দেখা যেতে পারে হৃতিক-সুজানাকে। জানা গেছে আর কিছুদিন পরেই তাদের দুই সন্তান রিধান এবং রিহানের জন্মদিন উপলক্ষে এক সাথে হতে পারেন তারা। এ জন্য হৃতিক ছুটে এসেছেন লস অ্যাঞ্জেলস থেকে। আর সুজানা সন্তানদের সাথেই আছেন।

ছাড়াছাড়ি হওয়ার পর এই প্রথম তাদের একত্রিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দুই দিন ব্যাপি এই অনুষ্ঠানে হৃতিক-সুজানা মানিকজোড় আবার মিলতে পারে। বিচ্ছেদের পর উভয়ের পক্ষ থেকে জানানো হয় সন্তানদের বিষয়কে তারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন।

গত ১৩ই ফেব্রুয়ারি দুজনের আলাদা হওয়ার খবর নিশ্চিত করেছিলেন হৃতিক। এরপর থেকেই হৃতিকের সাথে বারবারা মোরি এবং সুজানার সাথে অর্জুন রামপালকে জড়িয়ে গুঞ্জনের ডালপালা গজাতে থাকে সংবাদ মাধ্যমগুলোতে।

যদিও হৃতিক-সুজানার তরফ থেকে এই সব বিষয় বরাবরের মতই অস্বীকার করা হচ্ছে।