ভৈরবে দুই শতাধিক ছিন্নমূল -অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শিক্ষার্থীরা। এলাকার অসহায় মানুষদের কষ্টের কথা ভেবে শহরের ভৈরবপুর (দ:) আব্দুল করিম মুন্সির বাড়ির স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একদল তরুণ শিক্ষার্থী পাড়া-মহল্লা থেকে গরম কাপড় সংগ্রহ করে তা বিতরণ করেছে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন এলাকার বস্তি ও ছিন্নমূল মানুষের মাঝে তারা ওইসব শীতবস্ত্র বিতরণ করেন। তারা জানান, সপ্তাহব্যাপী তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তারা সমাজের অন্যান্যদেরও শীতেকাতর এ সব মানুষের পাশে দাঁড়াতে বিনীত আহ্বান জানিয়েছেন।
এবার পৌষের শুরুতেই হাড় কাঁপানো শীত ঝেঁকে বসেছে ভৈরবে। দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে ছিন্নমূল অসহায় গরিব মানুষদের। গরম কাপড়ের অভাবে শীতে কাতর হয়ে পড়েছে ছিন্নমূল আর বস্তিবাসী ওইসব লোকজন। সামান্য খড়কুটা জ্বালিয়ে দিনের বেলা শীত নিবারণ করতে পারলেও, রাতের কনকনে শীত হয়ে ওঠেছে অসহ্য যন্ত্রণাময়।
অভিভাকরা শিক্ষার্থীদের এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।