ফরিদপুরে অবরোধকারীরা মাঠে নেই, পরিবহন চলছে

ফরিদপুর ম্যাপ১৮ দলীয় জোটের ডাকা অবরোধে প্রথম দিনে শনিবার মাঠে দেখা যায়নি দলীয় নেতা-কর্মীদের। বেলা বাড়ার সাথে সাথে জীবন যাত্রা স্বাভাবিক হতে থাকে। যানবাহন চলাচল বাড়তে থাকে। শহরজুড়ে সাধারণ দিনের মত ট্রাক, টেম্পু, রিক্সা, অটোবাইক চলাচল করছে।

জেলার বাস টার্মিনালও সরোব ছিল। সকাল থেকেই জেলার আভ্যন্তরীন ও আন্তঃজেলার সকল রুটেই বাস চলাচল করেছে। এছাড়া যাত্রী সংখ্যাও ছিল পর্যাপ্ত।

শ্রমিকরা জানিয়েছে, সকাল থেকেই অন্যান্য দিনের মত আন্তঃজেলা ও আভ্যন্তরীন সকল রুটে বাস ছেড়ে যাচ্ছে। তবে সংখ্যায় অন্যদিনের তুলনায় একটু কম।

যাত্রীদের দাবী, জীবনের প্রয়োজনে তারা এখন সকল ঝুঁকি মাথায় নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হচ্ছে। তাদের মতে, সাধারণ মানুষ এসব হরতাল অবরোধ চায়না।

খেটে খাওয়াদের মতে, পেটের তাগিদেই তারা আর ঘরে বসে থাকতে পারছেনা।

উল্লেখ্য, জেলার আভ্যন্তরীণ ও আন্তঃজেলার সকল রুটে বাস চললেও দুর পাল্লার কোন পরিবহন ছাড়েনি।

সাকি/