ঠাকুরগাঁওয়ে চলছে আঠারো দলের গাছ কাটার উৎসব

  • Emad Buppy
  • December 21, 2013
  • Comments Off on ঠাকুরগাঁওয়ে চলছে আঠারো দলের গাছ কাটার উৎসব
ছবি: ফাইল ছবি

Thakurgaon Tree pic 1বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে চলছে গাছ কাটার উৎসব। অবরোধ কর্মসূচির ঘোষণার পর থেকেই জেলার  বিভিন্ন সড়কের গাছ কেটে সাবাড় করছে বিএনপি-জামায়াত কর্মীরা।
স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁও-রংপুর-ঢাকা ও ঠাকুরগাঁও-গড়েয়া এবং বীরগঞ্জ সড়কের লাখ লাখ টাকার মূল্যবান গাছ কেটে সড়ক অবরোধ করেছে  তারা। এলজিইডি ও সড়ক জনপদের তত্ত্বাবধানে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় প্রায় ৪-৫ যুগ আগে এই গাছগুলো লাগানো হয়।
ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ খান জানান,ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআর