
বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে চলছে গাছ কাটার উৎসব। অবরোধ কর্মসূচির ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন সড়কের গাছ কেটে সাবাড় করছে বিএনপি-জামায়াত কর্মীরা।
স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁও-রংপুর-ঢাকা ও ঠাকুরগাঁও-গড়েয়া এবং বীরগঞ্জ সড়কের লাখ লাখ টাকার মূল্যবান গাছ কেটে সড়ক অবরোধ করেছে তারা। এলজিইডি ও সড়ক জনপদের তত্ত্বাবধানে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় প্রায় ৪-৫ যুগ আগে এই গাছগুলো লাগানো হয়।
ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ খান জানান,ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এআর