আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আগামি ২৬ ডিসেম্বর থেকে সারাদেশে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ।
শুক্রবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার সেনা মোতায়েনের এ কথা জানান।
তিনি জানান, আগামি ২৬ তারিখ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সারা দেশে মাঠে থাকবে সেনাবাহিনী।
উল্লেখ্য, বিকেল ৩ টায় দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সারাদেশে রাজনৈতিক সহিংসতাসহ সার্বিক নিরাপত্তার বিষয় নিশ্চিত করতে এবং নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টি চূড়ান্ত করতে বৈঠকেটি করা হয়।
বৈঠকটিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে অন্যান্য কমিশনারসহ ইসি সচিব উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল অব স্টাফ, প্রত্যেক জেলা পুলিশ সুপার, বিজিবি, পুলিশ, র্যাব, ডিবি, এসবি, ডিজিএফআই, আনসার ও কোস্ট গার্ডসহ সব বাহিনীর প্রতিনিধিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।