
‘দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্য পরিপ্রেক্ষিতে শান্তি অন্বেষায়’ স্লোগানে রাজশাহীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় মহানগরীর কুমারপাড়া মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘শান্তির অন্বেষায়’ এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের বৃহত্তম ঈদ জামায়াত শোলাকিয়ার ইমাম মুক্তিযোদ্ধা ফরীদ উদ্দীন মাসঊদ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন শহিদুল হক মামা। এছাড়া রাজশাহী শহরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াত শিবির ইসলামের নামে দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যে শুরু করেছে। তারা ইসলামের শত্রু। ঐক্য বদ্ধভাবে এদেরকে প্রতিরোধ করতে হবে। বাংলার মাটিতে জামাত-শিবিরের রাজনীতি করার কোনো অধিকার নেই। অবিলম্বে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। তাদের সহযোগি সকল প্রতিষ্ঠান নিষিদ্ধের দাবি করেন বক্তারা।
সাকি/