শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাতে চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ। বন্দরের শুল্ক বিভাগ জানিয়েছে একটি টেলিভিশনের ভেতর থেকে এই সব স্বর্ণ উদ্ধার করা হয়।
সিঙ্গাপুর থেকে একটি টেলিভিশনে করে সোনার বার দেশে আসছে এমন খবরের পরে গ্রিন চ্যানেলের স্ক্যানিং এলাকার ওপর নজর রাখছিলেন শুল্ক কর্মকর্তারা।
গতকাল রাত ১০টার দিকে সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা টাইগার এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ওই এলইডি টেলিভিশনটি আসে। এটি তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দর শুল্ক বিভাগের দাবি, উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন চার কেজি, যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা।
এ বিষয়ে একটি বিভাগীয় মামলা হয়েছে বলেও জানা গেছে।