ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৬ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক

railফিস প্লেট খুলে ফেলায় ব্রাহ্মণবাড়িয়া পাঘাচং রেল ষ্টেশনের আউটার সিগনালের কাছে আজ সকাল ছয়টায় ঢাকা অভিমুখী এডভান্সড পাইলট ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে করে আপ লাইনে (ঢাকা অভিমুখী ) ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ডাউন লাইনে বিকল্প ব্যবস্থায় চলাচল স্বাভাবিক ছিল।  প্রায় ৭ ঘন্টা পর ঢাকা-সিলেট ও ঢাকা চট্টগ্রাম সকল রুটে রেল চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুবৃর্ত্তরা রেল লাইনের ফিস  প্লেট ও নাট বল্টু খুলে ফেলে। এতে শাটল ট্রেনটির দুইটি বগী  লাইনচ্যুত হয়। আপ লাইনে (ঢাকা অভিমুখী ) ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ডাউন লাইনে বিকল্প ব্যবস্থায় রেল চলাচল স্বাভাবিক ছিল। পরে আখউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে প্রায় ছয় ঘন্টা কাজ করে দুপুর ১টায় ঢাকা-সিলেট ও ঢাকা চট্টগ্রাম রেল চলাচল স্বাভাবিক করে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি সাইদুল ইসলাম জানান, প্রায় সাত ঘন্টা আপ লাইনে (ঢাকা অভিমুখী ) ট্রেন চলাচল বন্ধ থাকার পর দুপুর ১টায় ঢাকা-সিলেট ও ঢাকা চট্টগ্রাম রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

সাকি/