
১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘন্টা অবরোধের পর যানবাহনের অতিরিক্ত চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। কুমিল্লার দাউদকান্দি থেকে সদর দক্ষিণ সীমানা পর্যন্ত মহাসড়কে অন্তত ৩৫ কিলোমিটার গাড়ির দীর্ঘ সারি পড়ে গেছে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বাড়তে থাকায় যানজট ভয়াবহ রূপ নিচ্ছে। এই যানজট কখন ছাড়বে তারও কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
পুলিশ জানায়, রাস্তায় মালবাহী ট্রাক ও লরির সংখ্যা বেশি হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। তবে সকাল সোয়া ৯টা থেকে কিছু গাড়ি চলছে।
ময়নামতি হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় স্পিডব্রেকার থাকার কারণে যানের গতি কমে যাওয়ায় যানজট আরও তীব্র হচ্ছে। রাস্তায় ঢাকামুখী মালবাহী ট্রাক ও যাত্রীবাহী গাড়ির চাপ বেশি বলে এই জটের সৃষ্টি হয়েছে।
এদিকে, মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। ঘন কুয়াশার কারণে কোনো ধরণের নৌযান চলতে পারছে না। আর ফেরি চলাচলা বন্ধ হয়ে যাওয়ায় দুপারে গাড়ির ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার ভোর রাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।