আইন-শৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক চলছে

EC

ECদশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, সেনা মোতায়েন, নির্বাচন পরিচালনা ও করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৈঠকে অংশ নিয়েছেন সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ৬১জন রিটার্নিং কর্মকর্তা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে শুক্রবার বিকেল ৩টায় শুরু হওয়া এ বৈঠকে আরও উপস্থিত আছেন চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা, সশস্ত্র বাহিনী, পুলিশ, র‌্যাব এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নির্বাচনকে সামনে রেখে সেনা মোতায়েন করা হবে কি-না বা করা হলে কবে নাগাদ তা করা হবে সে বিষয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কমিশন সূত্রে জানা গেছ ২৫ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত মোট ১৫ দিনের জন্য সেনা মেতায়েন করা হতে পারে।

এআর