আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামিকাল শুক্রবার রিটার্নিং কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বিষয়টি চুড়ান্ত হবে বলে ইসি সুত্র থেকে জানা যায়।
জাতীয় অর্থনৈতিক পরিষদের সভাকক্ষে শুক্রবার বিকাল তিনটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।। বৈঠকটিতে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, প্রত্যেক জেলার পুলিশ সুপার ও আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা যায়।
আগামিকালের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত থাকবেন। এছাড়া ডিসি (রিটার্নিং কর্মকর্তা) ও পুলিশ সুপারসহ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি, পুলিশ, র্যাব, ডিবি, এসবি, ডিজিএফআই, আনসার ও কোস্ট গার্ডসহ সব বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।