
২১তম জাতীয় টিকা দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীতে এবার দুই দফায় ১ লাখ ৯৪ হাজার ১০ জন শিশুকে পোলিও এবং এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। এর মধ্যে শূন্য থেকে ৫ বছর বয়সী ৬৪ হাজার ৯৭২ জন শিশুকে পোলিও এবং ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১ লাখ ২৯ হাজার ৩৮ জন শিশুকে দুই ফোঁটা পোলিও টিাকার সঙ্গে এমআর টিকা দেয়া হবে।
রাজশাহীর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ২১তম জাতীয় টিকা দিবসের প্রথম পর্যায়ে আগামী ২১ ডিসেম্বর শনিবার শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের দুই ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। সিটি কর্পোরেশনের ৩৪৩টি স্থায়ী ও ৪১টি ভ্রাম্যমাণ কেন্দ্রে এসব টিকা খাওয়ানো হবে। এছাড়া ২২ থেকে ২৬ ডিসেম্বর বাদ পড়া শিশুদের টিকা খাওয়ানোর জন্য অনুসন্ধান কার্যক্রম চালানো হবে।
দ্বিতীয় পর্যায়ে ২০১৪ সালের ২৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের দুই ফোঁটা পোলিও টিকার পাশাপাশি এমআর টিকা দেয়া হবে। দ্বিতীয় পর্যায়ের ১ম সপ্তাহে মহানগরীর সকল স্কুলে এবং ২য় ও ৩য় সপ্তাহে ওয়ার্ড পর্যায়ের এ টিকা প্রদান করা হবে।
সাকি/