ব্রাজিলকে সাহায্যের প্রস্তাব স্নোডেনের

edward_snowdenমার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এজেন্সির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন গোয়েন্দা সংস্থা এনএসএ এর নজরদারির ব্যাপারে ব্রাজিলকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন। নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা দিলে তিনি সাহায্য করার ব্যাপারে আগ্রহী বলে উন্মুক্ত চিঠিতে ব্রাজিলকে জানিয়েছেন।

 

সাংবাদিক গ্লিন গ্রীনওয়াল্ডের টুইটার বার্তা থেকে জানা গেছে, স্নোডেন ওয়েবসাইট পাস্টইবিন ও ফেসবুক পেইজে উন্মুক্ত চিঠি পোস্ট করে এ প্রস্তাব দিয়েছেন।

চিঠিতে স্নোডেন বলেন, আমি ব্রাজিলের নীতি-নির্ধারকদেরকে সেদেশের নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নজরদারির ব্যাপারে সাহায্য করতে চাই।

তবে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদকক্ষের এক কর্মকর্তা জানান, স্নোডেনের প্রস্তাবে সাহায্য দেওয়া-নেওয়ার ব্যাপারে ব্রাজিল সরকারের কোন আগ্রহ নেই। সুতরাং তাকে আশ্রয় দেওয়ার তো প্রশ্নই আসে না।